Easiest Way to Make Yummy Pineapple Chutney (আনারসের চাটনি)
Pineapple Chutney (আনারসের চাটনি).
You can have Pineapple Chutney (আনারসের চাটনি) using 10 ingredients and 3 steps. Here is how you cook that.
Ingredients of Pineapple Chutney (আনারসের চাটনি)
- Prepare 1/2 of টা আনারস (চামচে করে কুরিয়ে নিয়ে শাঁস বার করে নিয়েছি).
- It's 1 of টা পাতিলেবুর রস.
- You need 1 of টেবিল চামচ কাজুবাদাম.
- Prepare 1 of টেবিল চামচ কিসমিস.
- It's 1/2 of টেবিল চামচ বিট লবণ.
- Prepare 1/2 of টেবিল চামচ গোটা সরষে.
- It's 1/2 of টেবিল চামচ সাদা তেল.
- Prepare 1/2 of টেবিল চামচ চিলি ফ্লেক্স.
- Prepare 1 of টাটা তেজপাতা.
- It's 1 of কাপ চিনি।.
Pineapple Chutney (আনারসের চাটনি) step by step
- প্রথমে একটা চামচ দিয়ে আনারস এর ভিতরের শাঁস টা কুরিয়ে বার করে নিলাম।.
- একটা ফ্রাইংপ্যানে 1 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে গোটা সরষে, তেজপাতা ফোড়ন দিয়ে আনারস কোরাটা দিয়ে দিলাম। এবার প্রয়োজনমতো নুন দিয়ে আনারস টা 5 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নিলাম।.
- এবার প্রয়োজনমতো চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম ও 4/5 মিনিট ফুটিয়ে গ্রেভিটি ঘন করে নিলাম। কাজু বাদাম ও কিসমিস ছড়িয়ে দিলাম। বিট লবণ এবং পাতিলেবুর রস ছড়িয়ে নামিয়ে নিলাম।(গ্যাস বন্ধ করে পাতিলেবুর রস টা দিলাম।) একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি "আনারসের চাটনি"।.
0 Response to "Easiest Way to Make Yummy Pineapple Chutney (আনারসের চাটনি)"
Post a Comment